কুমিল্লা মেঘনায় একক প্রার্থী জনাব শফিকুল আলম শফিক সাহেব

মেঘনা উপজেলা প্রতিনিধি
তারেক বাবুল,
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -২ (হোমনা-মেঘনা) আসনে, মেঘনা উপজেলা থেকে একক প্রার্থী মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেঘনার রুপকার মোঃ শফিকুল আলম
--------------------------------------------------------------------
আজ ( ০১-০৭-২০২৩ইং) মেঘনা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় মোঃ শফিকুল আলম কে একক পদপ্রার্থী হিসেবে ঘোষনা করেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন হোমনা মেঘনা মিলে কুমিল্লা -২ সংসদীয় আসন, এই আসনের মেঘনা উপজেলা থেকে একক মনোনয়ন প্রত্যাশী মোঃ শফিকুল আলম, তারা ঘোষনা করেন যে, মেঘনা থেকে আর কেউ প্রার্থী হবেনা,
তৃনমূলের এই মতামত রেজুলেশন আকারে কেন্দ্র বরাবর পাঠিয়ে দেওয়া হবে
তবে নেত্রী যাকে মনোনয়ন দিবে সেই সিদ্ধান্ত মেনেই কাজ করবে মেঘনা উপজেলা আওয়ামী লীগ।
★মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শফিকুল আলম এর সভাপতিত্বে ও ★মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদারের সঞ্চালনায়,
★প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন,
★প্রধান বক্তা - জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রোশন আলি মাস্টার,
★বিশেষ অতিথি - জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আবদুল আউয়াল,
★জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন শিশির,
★জেলার বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুস সালাম,
★শ্রম বিষয়ক সম্পাদক - জহির খন্দকার,
★ধর্ম বিষয়ক সম্পাদক মোতাহার হোসেন মোল্লা,
★জেলা সদস্য মোঃ আলমগীর কবির,
★মেঘনা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল গাফফার
বক্তব্য রাখেন
★মেঘনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আবদুল আল বাকী শামীম,
★উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন আকাশ,
★ কৃষি বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম
★ ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা
★ইঞ্জিনিয়ার সানাউল্লাহ শিকদার চেয়ারম্যান
★মাইনুদ্দীন মুন্সী তপন চেয়ারম্যান
★ফারুক হোসেন রিপন চেয়ারম্যান
★সিরাজুল ইসলাম চেয়ারম্যান
★হুমায়ুন কবির মৃধা,★ মোঃ নুরুল আমিন মেম্বার, ★গাজী মোঃ দেলোয়ার হোসেন, ★বিল্লাল হোসেন খন্দকার ★সেলিম আহমেদ, ★সেলিম মিয়া, ★আসাব উদ্দীন, ★মহিউদ্দীন শাহরিয়ার।
উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ মিলন সরকার, সহ-সভাপতি আবদুল বাতেন চেয়ারম্যান, এ্যাডভোকেট জালাল আহমেদ, আবদুল মালেক আখন্দ।