মোহরকয়া ডিগ্রী কলেজের পক্ষ থেকে সাংসদকে সংবর্ধনা প্রদান
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে মোহরকয়া ডিগ্রী কলেজের আয়োজনে নাটোর -১ (লালপুর- বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড.আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার দুপুরে অত্র কলেজ মাঠে কলেজের অধ্যক্ষ ড.ইসমত হোসেন এর সভাপতিত্বে আড়ম্বরপূর্ণ এই সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,নাটোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু।
অত্র কলেজের প্রভাষক ও আওয়ামীলীগ নেতা আমজাদ হোসেনের উপস্থাপনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লাবনি আক্তার,
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আক্তার, বিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিজ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমূখ।