বড়হাতিয়া মনুফকির হাট ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ব্যবসায়ী ফারুক চৌধুরী

 প্রকাশ: ০৫ মার্চ ২০২৪, ০৩:২৫ অপরাহ্ন   |   রাজনীতি




 নিজস্ব প্রতিনিধি 


লোহাগাড়া উপজেলার অন্যতম প্রসিদ্ধ বাজার হিসেবে সুপরিচিত বড়হাতিয়া মনুফকির হাট ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হবে। এ নিয়ে চলছে মনু ফকির বাজারে ব্যবসায়ীদের মাঝে অনেক আলোচনা। তারা চান যোগ্য নেতৃত্ব আসুক। ব্যবসায়ীরা সুসংগঠিত থাকুক।


আগামী নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেছেন মনুফকির বাজারের তরুণ ব্যবসায়ী,সকল ব্যবসায়ীদের সুপরিচিতমুখ ও মায়ের দোয়া ডেকোরেটার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ ফারুক চৌধুরী।


ফারুক চৌধুরী জানান,ব্যবসায়ীদের প্রিয় সংগঠন মনু ফকির হাট ব্যবসায়ী সমিতি। এ নির্বাচনে সকলের ভালবাসা নিয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবো ইনশাল্লাহ। নির্বাচনে নির্বাচিত হলে ব্যবসায়ীদের সকল দাবী পুরণে কাজ করবো। তাই ব্যবসায়ীরা অামাকে অনেক ভালবাসেন। তাদের ভালবাসা, আগ্রহ পেয়েছি বলেই নির্বাচনে অংশগ্রহণ করবো। আমি আশা করছি, ব্যবসায়ীরা আমাকে তাদের কল্যাণে ও বাজারের উন্নয়নে সেবা করার সুযোগ দিবেন।


 মনুফকির হাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফারুক চৌধুরী সকল ব্যবসায়ীদের কাছে দোয়া, আন্তরিক সহযোগীতা ও সমর্থন কামনা করেছেন।

রাজনীতি এর আরও খবর: