কালকিনিতে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী পালন

 প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ১২:৫৫ অপরাহ্ন   |   রাজনীতি


শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক 

নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরের কালকিনি উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে দলীয় নেতা-কর্মীদের নিয়ে একটি আনন্দ র‌্যালী উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পামাল্য অর্পণ করা হয়। পরে দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোসাম্মত তাহমিনা বেগমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, সাংগঠিনক সম্পাদক সোহেল রানা মিঠু, দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা লৎফর সরদার, আলিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদার, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি মোঃ শাহাদাত সরদার, পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম খলিল ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মাসুদ রানা তুলু সহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রাজনীতি এর আরও খবর: