কালকিনি উপজেলা নির্বাচনে ১০জন মনোনয়নপত্র দাখিল

 প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪, ০৭:০২ অপরাহ্ন   |   রাজনীতি


শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক 

২১ মে অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের মাদারীপুরে কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তিনটি পদে মোট ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। 

উপজেলা নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে যারা মনোনয়নপত্র দাখিল করেছে তারা হলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন, যুক্তরাষ্ট্র আওয়ামী সেচ্ছাসেব লীগের সভাপতি মোঃ নুরুজ্জামান সরদার ও আমিনুল ইসলাম। 

২১ এপ্রিল কালকিনি উপজেলা নির্বাচন অফিসার হাসান আল মাহমুদের নিকট তাদের মনোনয়নপত্র দাখিল করেন। 

অপরদিকে, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন বর্তমান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, ইকবাল হোসেন, মোঃ আসাদুজ্জামান জামাল । 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা আক্তার, চায়না খানম, কাজী নাসরীন মনোনয়ন পত্র দাখিল করেন। 

বাছাই পর্ব আগামী ২৩ এপ্রিল, প্রত্যাহার ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্ধ ২ মে ও ভোট গ্রহন ২১মে। 

কালকিনিতে ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৮৮ হাজার।

রাজনীতি এর আরও খবর: