মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন যারা
নিজস্ব প্রতিনিধি,
মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৪জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৬জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে
মুকসুদপুর উপজেলা নির্বাচন কার্যালয় থেকে জানা গেছে, চেয়ারম্যান পদে
১/ মো: কাবির মিয়া,
২/ এম,এম মহিউদ্দিন আহম্মদ মুক্তু মুন্সী,
৩/ আবুল কাশেম রাজ,
৪) মো: কাইমুজ্জামান রানা
ভাইস চেয়ারম্যান পদে
১/মো:রবিউল ইসলাম মোল্লা,
২/ শাহরিয়ার কবির বিপ্লব,
৩/ মো: সুমন মুন্সী,
৪/সনজিত সরকার,
৫/মো: উজ্জল ফকির
৬/দুলাল হোসেন
মহিলা ভাইস চেয়ারম্যান পদে
১/ নাজমা বেগম
২/তানিয়া আক্তার
৩/ রিনা বেগম।
মুকসুদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: জুয়েল আহম্মেদ জানান, বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২১মে দ্বিতীয় ধাপে মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। মুকসুদপুর উপজেলার ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে মুকসুদপুর উপজেলা পরিষদ গঠিত।এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২,৬০,৫৪২ জন। এরমধ্যে পুরুষ ১,৩৩,৭৮৩ জন ও মহিলা ১,২৬, ৭৫৯ জন।