মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ৪জন,ভাইস চেয়ারম্যান ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন

শহিদুল ইসলাম ঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।এর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
২১এপ্রিল ২০২৪ তারিখ রবিবার ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে উপজেলা সহকারী রিটার্নিং নির্বাচন অফিসে মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান কাবির মিয়া, মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এমএম মহিউদ্দিন আহম্মদ মুক্তু, বিশিস্ট ব্যবসাহী আবুল কাশেম রাজ, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় উপ কমিটির সদস্য কাইমুজ্জামান রানা।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৬ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন উপজেলা পরিষদের বর্তমান সফল ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক মোঃ রবিউল ইসলাম মোল্যা, মুকসুদপুর উপজেলা যুবলীগের আহব্বায়ক শাহরিয়ার কবির বিপ্লব, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুমন মুন্সী, বহুগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত সরকার, দলিল লেখক দুলাল হোসেন, উপজেলা যুবলীগের সদস্য উজ্জল ফকির।
এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, উপজেলা মহিলা লীগের যুগ্ম আহব্বায়ক মোসাঃ নাজমা বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান রেঞ্জুয়ারা বেগমের পুত্র বধু তানিয়া আক্তার (মিতু) ও রিনা বেগম।
মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার প্রতিবেদক কে নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার মো. জুয়েল আহম্মেদ জানান, আগামী ২১ মে মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠ ও সুশৃঙল ও সুন্দর ভাবে নির্বাচন সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।১ টি পৌরসভাসহ ১৬ টি ইউনিয়ন নিয়ে মুকসুদপুর উপজেলা পরিষদ গঠিত। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৬০হাজার ৫ শত ৪২ টি, এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৩৩ হাজার ৭ শত ৮৩ টি, নারী ভোটারের সংখ্যা ১ লক্ষ ২৬ হাজার ৭ শত ৫৯ টি। মোট ভোট কেন্দ্র ৯৬ টি।আসন্ন উপজেলা নির্বাচন কে সামনে রেখে ভোটারদের মাঝে উৎফুল্ল বিরাজ করছে।
ভোটাররা তাদের পছন্দের প্রার্থী ভোট দিয়ে নির্বাচিত করার জন্য অধির আগ্রহে ভোট দেওয়ার অপেক্ষা করছেন।