লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন : চেয়ারম্যান খোরশেদ, ভাইস চেয়ারম্যান মামুন ও মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নিবার্চিত

 প্রকাশ: ০৬ জুন ২০২৪, ০৫:২০ অপরাহ্ন   |   রাজনীতি




নিজস্ব প্রতিনিধি


লোহাগাড়া উপজেলা পরিষদের নিবার্চন শান্তিপূর্ণ ভাবে ৫ জুন অনুষ্ঠিত হয়েছে। লোহাগাড়া উপজেলা ৯ ইউনিয়নে মোট ৭১ টি ভোট কেন্দ্রে ২ লক্ষ ২৬ হাজার ৫ শত ৯০ ভোটার রয়েছে। 

সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পযন্ত কোন রকম বিশৃঙ্খলা ছাড়া ও শান্তিপূর্ণ পরিবেশে বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহন চলে। বিকাল ৫ টার পর লোহাগাড়া উপজেলা কনফারেন্স রুমে লোহাগাড়া উপজেলা নিবার্হী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাছান ফলাফল ঘোষণা করেন। ফলাফলে দেখা যায় চেয়ারম্যানখোরশেদ আলম চৌধুরী (আনারস-৩০৮৯৯), সিরাজুল ইসলাম চৌধুরী 

(ঘোড়া- ২৯৭৯৩), আবদুল মাবুদ সৈয়দ, (মোটর সাইকেল- ২৯১৪) ভোট পেয়েছেন। আলহাজ্ব খোরশেদ আলম চৌধুরী বেসরকারী ভাবে চেয়ারম্যান নিবার্চিত হয়েছেন।


ভাইস চেয়ারম্যান এমএস মামুন (চশমা- ৪৩১২০), ফরহাদুল ইসলাম (তালা- ৭১৬৩) জমিল উদ্দিন জামিল

(টিউবওয়েল- ১১৮৫৭) ভোট পেয়েছেন। বেসরকারি ভাবে ভাইস চেয়ারম্যান এম এস মামুন নিবার্চিত হয়েছেন


মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার (কলস ৩৬০০৯),শাহিন আকতার সানা,(ফুটবল- ২৫৪৪১) ভোট পেয়েছেন। বেসরকারী ভাবে মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার নিবার্চিত হয়েছেন। 


উল্লেখ্য লোহাগাড়া উপজেলা ৯ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২লক্ষ ২৬ হাজার ৫ শত ৯০ জন। তৎমধ্যে ভোট পড়েছে ৬৩ হাজার ৬শত ৬ ভোট। ভোট বাতিল হয়েছে ১ হাজার ৪ শত ১৬ ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার ২৮.৭।

রাজনীতি এর আরও খবর: