বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুধী সমাবেশ অনুষ্ঠিত
নাটোর নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৫ নং মাঝগাঁও ইউনিয়নের বাহিমালী (৯ নং) ওয়ার্ডের আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০১ সেপ্টেম্বর) রবিবার বিকেল ৪টায় বাহিমালী হাইস্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওঃ অধ্যাপক আব্দুল হাকিম এসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা এবং নাটোর ৪ (৬১)বড়াইগ্রাম - গুরুদাসপুর আসনের এমপি পদপ্রার্থী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বড়াইগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারী, আবু বক্কর সিদ্দিক।
বাহিমালী ওয়ার্ডের জামায়াতে ইসলামীর সভাপতি জনাব মাওঃ ওসমান গনির সভাপতিত্বে ও আতিকুর রহমান তোহা সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন (১ নং) জোয়াড়ী ইউনিয়নের আমীর মাওঃ মোঃ জাহাঙ্গীর আলম, সেক্রেটারি জনাব মোঃ আইয়ুব আলী মন্ডল, অফিস ও বায়তুল মাল সেক্রেটারি মোঃ মনিরুল ইসলাম,( ৫ নং) মাঝগাঁও ইউনিয়নের সম্মানিত সভাপতি মাওঃ মোঃ হাসেম আলীসহ সাবেক বর্তমান ছাত্রশিবিরের নেতাকর্মীরা।