কালকিনি উপজেলা তরুণদলের আহবায়ক কমিটি গঠন

শেখ লিয়াকত আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল "বিএনপি"র সাংগঠনিক কার্যক্রম গতিশীল এবং বেগবান করার লক্ষ্যে বিএনপি'র সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল কালকিনি উপজেলা তরুণদলের আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল মাদারীপুর জেলা শাখা।
শুক্রবার (১ অক্টোবর) ঢাকার একটি হোটেলের হলরুমে যাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই কমিটির অনুমোদন দেয়া হয়।
আল আমিন মোল্লাকে আহবায়ক, মিন্টু ঘরামি কে যুগ্ম আহবায়ক ও সাইফুল হাওলাদারকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট কালকিনি উপজেলা জাতীয়তাবাদী তরুণদলের আহবায়ক কমিটি গঠন করা হয়।
চিঠিতে নতুর কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রদানের নির্দেশ দিয়ে স্বাক্ষর করেন মাদারীপুর জেলা জাতীয়তাবাদী তরুণ দলের সভাপতি মাজহারুল ইসলাম সুজন ও সাধারণ সম্পাদক মোঃ সাহা জালাল।
কমিটি অনুমোদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক অনিসুর রহমান তালুকদার খোকন, কালকিনি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন, কালকিনি উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শহীদুল ইসলাম বেপারী, যুবদল নেতা শামীম মোল্লা সহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।