জাতীয়তাবাদী তরুণ দলের কালকিনি পৌর কমিটি স্থগিত

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি উপজেলার আলোচিত জাতীয়তাবাদী তরুণ দলের পৌর কমিটি স্থগিত করা হয়েছে।
গত শনিবার (৫ অক্টোবর) জেলা তরুণ দলের দপ্তর সম্পাদক মোঃ বেল্লাল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই স্থগিত আদেশ জারি করা হয়।
উল্লেখ্য গত( ১ অক্টোবর) মাদারীপুর জেলা জাতীয়তাবাদী তরুন দলের সভাপতি মোঃ মাজাহারুল ইসলাম সুজন এবং সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল স্বাক্ষরিত ১৩ সদস্য করে উপজেলা ও পৌর কমিটি ঘোষণা করা হয়। এতে পৌর কমিটিতে মো রাজীব হোসেনকে আহ্বায়ক ও রাসেল সিকদারকে সদস্য সচিব করে ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করে জেলা তরুণ দল।