শেখ হাসিনার বিচারের দাবীতে কালকিনিতে যুবদলের বিক্ষোভ মিছিল
সাহাদাত ওয়াসিম, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হত্যার দায়ে শেখ হাসিনাকে গ্রেফতার ও বিচারের দাবিতে মাদারীপুরের কালকিনিতে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
সোমবার (৭ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলটি কালকিনি বাজার হতে শুরু করে উপজেলার হাসপাতাল রোডে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়, সমাবেশের প্রধান বক্তা যুবদল নেতা মামুন সিকদার বলেন আগামীতে খালেদা জিয়া ও তারেক রহমানের রাষ্ট্র পরিচালনা করাবেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা হত্যার বিচারের জন্য শেখ হাসিনাকে গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে।
এসময় আরো বক্তব্য রাখেন যুবদল নেতা তুহিন হাওলাদার, মোঃনান্না সিকদারসহ যুবদল ও ছাত্রদলের নেতৃত্ববৃন্দ।