কালকিনিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দাওয়াতী সভা অনুষ্ঠিত
সাহাদাত ওয়াসিম, কালকিনি প্রতিনিধিঃ
"শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই" এই শ্লোগানে মাদারীপুরের কালকিনিতে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর কালকিনি পৌরসভার ৮নং ওয়ার্ডের আয়োজনে দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ অক্টোবর) বিকালে উপজেলার পৌর এলাকার কাসিমপুর বাজার জামে মসজিদে উক্ত দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়।
ইসলামি আন্দোলন পৌরসভা ৮নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ মোক্তার হোসেন দর্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ইসলামি যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা এস এম আজিজুল হক, ইসলামি আন্দোলন কালকিনি পৌরসভার সভাপতি মোঃ লুৎফর রহমান মুন্সি।
এসময় বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ইসলামি আন্দোলনের ভূমিকা তুলে ধরে বলেন, এই আন্দোলন কোন একটি দলের আন্দোলন ছিলো না এই আন্দোলন সর্বপরি ছাত্র-জনতার আন্দোলন ছিলো এবং ভবিষ্যতে ক্ষমতায় গেলে দুর্নীতি মুক্ত দেশ গড়তে কোরআন হাদিসের আলোকে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দেন তারা।