কালকিনিতে নানান কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকি পালন

 প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০২:৪০ অপরাহ্ন   |   রাজনীতি


সাহাদাত ওয়াশিম,কালকিনি প্রতিনিধি.

মাদারীপুরের কালকিনিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আলোচনা সভা, ফ্রী মেডিকেল ক্যাম্পিং ও বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে। 

রবিবার (২৭ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা  মুক্তিযোদ্ধের স্মৃতিস্তম্ভের সামনের মাঠে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়।  

সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ও যুবদল নেতা মোঃ মামুন সিকদারের সভাপতিত্বে যুবদল নেতা এইচ এম  তুহিন হাওলাদারের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন  জাতীয়তাবাদী বিএনপির ও যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে মেডিকেল ক্যাম্পিং এর মাধ্যমে অসহায় ও দুস্থ্যদের মাঝে  ফ্রী চিকিৎসা সেবা প্রধান করা হয়। পরে উপজেলা পরিষদের বিভিন্ন যায়গায় বৃক্ষ রোপন করে দলটির নেতা কর্মিরা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ মোশাররফ হোসেন, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মো লতিফ বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি  ও যুবদল নেতা সুমন কাজী, যুবদল নেতা কাওসার হেসেন নান্না, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা  আতিকুর রহমান সজলসহ যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

রাজনীতি এর আরও খবর: