কালকিনিতে ছাত্রদলের আয়োজনে বর্ণাঢ্য বিজয় র্যালী অনুষ্ঠিত
সাহাদাত ওয়াশিম, কালকিনি প্রতিনিধিঃ
ঐ নতুনের কেতন ওড়ে কাল- বৈশাখী ঝড় তোরা সব জয়ধ্বনী কর। মহান বিজয় দিবস উপলক্ষে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতীয় পতাকা হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালকিনি উপজেলা ও কলেজ শাখার আয়োজনে বিজয় র্যালী ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে উক্ত র্যালীটি কালকিনি বাজার হতে শুরু করলে ধিরে ধিরে র্যালীটি বিশাল এক বিজয় মিছিলে পরিণত হয়। পরে মিছিলটি কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাস প্রদক্ষিন শেষে কলেজের পশ্চিম গেটে এসে শেষ করে পরে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশটি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব রহমান মুন্সি।
সমাবেশে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল বেপারী, যুবদল নেতা ও সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল হোসেন, সাবেক ছাত্রদলের সহ সভাপতি সুমন কাজী, উপজেলা যুবদল নেতা কাওছার হোসেন নান্না, যুবদল নেতা এইচ এম তুহিন হাওলাদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান সজল, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাজারুল ইসলাম, সদস্য সচিব মো: শাহিনসহ বিএনপি, ছাত্রদল, যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।