বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কালকিনিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১০:১৯ অপরাহ্ন   |   রাজনীতি


সাহাদাত ওয়াশিম, কালকিনি প্রতিনিধিঃ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মাদারীপুরের কালকিনি উপজেলার  সাহেবরামপুর, কয়ারিয়া, রমজানপুর, সিডি খান ও শিকারমঙ্গল ইউনিয়নসহ পাঁচটি ইউনিয়নের জাতীয়তাবাদী বিএনপির ও অঙ্গসংগঠনের নেতা - কর্মীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 শনিবার ২২ মার্চ  উপজেলার ক্রোকিরচর মাধ্যমিক বিদ্যালয় মাঠে উক্ত কর্মসূচি  অনুষ্ঠিত হয়। 

উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মুন্সির সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।

এসময়ে প্রধান অতিথি তার বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। সেই সাথে  ৫ ই আগষ্ট আন্দোলনে শহীদের  আত্মার মাগফেরাত কামনা করেন এবং সংস্কার শেষে দ্রুত নির্বাচনের জন্য বর্তমান সরকারের প্রতি আহবান জানান। 

এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ জসিমউদদীন, সেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম,  সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল ইসলাম, যুবদল নেতা মামুন সিকদার, যুবদল শামীম মোল্লা, তুহিন হাওলাদার, কাওছার হোসেন নান্না, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব সাইফুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান সজলসহ  বিভিন্ন ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী।

রাজনীতি এর আরও খবর: