সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইমরান খানের বাড়িতে হামলা:

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ ইমরান খানের মাদারীপুরের বাসায় বিএনপি জামাত শিবির সমর্থকেরা হামলা করেছে। হামলার পূর্বে তিনি খবর পেয়ে বাসা থেকে পালিয়ে যান। এ সময় বাসায় তার বাবা, মা, বউ ও ছেলে উপস্থিত ছিল। তাদের সবাইকে তারা লাঞ্ছিত করে জামায়াত শিবিরের লোকজন এবং হত্যার হুমকি দিয়ে যান। বলেন তোর ছেলেকে আমাদের কাছে হস্তান্তর না করলে তোদের মেরে ফেলবো। এ সময় তারা বাসা থেকে নগদ অর্থ এবং ৫ ভরি স্বর্ণালংকার জোর করে নিয়ে যায়। ইমরান ছাত্রলীগ থেকে সাবেক হওয়ার পরে যুবলীগের রাজনীতির সাথে সক্রিয় ভূমিকা পালন করে। ইমরান গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের দিন তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষে মিছিল ছিলেন এবং তার নামে দুটি হত্যা মামলা হয়। মাদারীপুর বাড়ি হওয়ার কারণে তার জীবন ঝুকিতে আছে। তিনি সবসময় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন। তার আপন ভাই ও জেলা ছাত্রলীগের বর্তমান কমিটির সদস্য। ইমরান সোহাগ-জাকির কমিটির আন্তর্জাতিক সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইমরান কে পাওয়া মাত্রই পুলিশ গ্রেফতার করবে। মামলা দুটি তদন্ত অবস্থায় আছে। এদিকে ইমরানের পরিবার থেকে আরো জানানো হয়েছে যে এমরানের নামে নাকি দুটি মিথ্যা মামলা করা হয়েছে, যেই মামলা দুটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। মামলা দুটি রাজনৈতিক প্রতিহিংসার কারণে করা হয়েছে। তাকে মেরে ফেলার কঠিন ষড়যন্ত্র করা হচ্ছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।