সলঙ্গায় জামায়াতের অর্থায়নে নতুন ঘর পেল শতবর্ষী ডালিয়া

 প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন   |   রাজনীতি



জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ : 

এখন আর পরের বাড়ি,অন্যের ঘরে ঘুমাতে হবে না শতবর্ষী ডালিয়ার।সম্বলহীন ও গৃহহীন ১১৮ বছরের হতদরিদ্র ডালিয়া বেগমের এখন প্রতিদিন থাকতে পারবেন স্বপ্নের নিজ নীড়ে।শুধু ঘরই নয়,টিউবওয়েল, স্বাস্থ্যসম্মত টয়লেট ও বসবাসের নিরাপদ সুবিধা।

আজ শুক্রবার (৪ ফেরুয়ারী) বিকেলে   সিরাজগঞ্জের সলঙ্গা থানার ১নং রামকৃষ্ণপুর ইউনিয়নের চকনিহাল  গ্রামে বিধবা ডালিয়ার  হাতে ঘরের চাবি হস্তান্তর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও উল্লাপাড়া-সলঙ্গার কৃতি সন্তান মাও: রফিকুল ইসলাম খান।স্থানীয়রা জানান,৫০/৫৫ বছর আগে শতবর্শী ডালিয়ার স্বামী জসিম উদ্দিন মারা যায়।সে তার ১ ছেলে ২ মেয়ে নিয়ে খুবই কষ্টে দিনাতিপাত করেন।মেয়ে ২ টির বিয়ে অনেক আগেই হয়েছে আর ছেলে ভাত-কাপড় দেয় না বৃদ্ধ মা ডালিয়াকে।বয়সের ভারে নুয়ে পড়েছে ডালিয়া।পরের দেয়া সাহায্য সহযোগীতায় চলে পেটের খোরাক।বছর খানেক আগে শতবর্ষী ডালিয়ার এমন করুন কাহিনী পত্রিকার পাতায় তুলে ধরেন সাংবাদিকরা। পত্রিকার বিষয়টি নজরে আসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা শাখা কর্তৃপক্ষের।বাংলাদেশ জামায়াতে ইসলামীর  কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাও: রফিকুল ইসলাম খান,জেলা জামায়াতের নেতৃবৃন্দ ও রামকৃঞপুর ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ ছুটে আসেন অসহায়,দরিদ্র বৃদ্ধা ডালিয়ার বাড়ি।প্রতি মাসে তারা তার ভরণ পোষনের জন্য দিতে থাকেন ৫ হাজার টাকা।অবশেষে জামায়াতের অর্থায়নে ও ইউনিয়ন জামায়াতের আমীর শফিকুল ইসলামের প্রচেষ্টায় ভূমিহীন ও গৃহহীন পরিবার বিধবা ডালিয়া বিনা টাকায় ঘর উপহার পেলেন।  নতুন  ঘর পাওয়া  গৃহহীন ডালিয়ার চোখে মুখে এখন অনাবিল স্বপ্ন।

বিধবা ডালিয়া ও তারই স্বামী পরিত্যক্তা মেয়ে আলেয়া  জানান,টিনসেট,মেঝে পাকা নতুন ঘর পাবো।এই বয়সে ঘরে থাকতে পারবো,স্বপ্নেও ভাবিনি।আমরা ভীষণ খুশি হয়েছি ঘর পেয়ে। রামকৃঞপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা জামায়াতের আমীর আলহাজ্ব মাও: শাহীনুর আলম,উল্লাপাড়া উপজেলা শাখা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলী,সলঙ্গা থানা শাখা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহিদসহ ইউনিয়ন জামায়াতের অন্যান্য কর্মী ও নেতৃবৃন্দ।

রাজনীতি এর আরও খবর: