বিএনপি মহাসচিবের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

 প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন   |   রাজনীতি



,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ঠাকুরগাঁও প্রতিনিধি:

হাসিনুজ্জামান মিন্টুঃ ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার ছোট ভাই মির্জা ফয়সল আমীনের বিরুদ্ধে সোস্যাল মিডিয়ায় মিথ্যা ওু বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় এই কর্মসূচি পালিত হয়। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে অর্ধ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল—ঠাকুরগাঁও টাউন ক্লাব, সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন, নিক্কন সংগীত বিদ্যালয়, প্রেস ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, মটর মালিক সমিতি, দৈনিক ঝড়, বাংলাদেশ শিক্ষক সমিতি, শিক্ষক-কর্মচারী ঐক্য জোট, ফুটবল একাডেমি, মহিলা সমিতি, চাল কল মালিক সমিতি এবং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ঠাকুরগাঁও।

সমাবেশে বক্তব্য রাখেন আবু নূর চৌধুরী, নূর করিম, সুলতানুল ফেরদৌস নর্ম চৌধুরী, পয়গাম আলী, তুহিন, অধ্যক্ষ দেলোয়ার হোসেনসহ আরও অনেকে। বক্তারা বলেন, বিএনপি মহাসচিব ও তার পরিবারের বিরুদ্ধে যে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে তা অত্যন্ত নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ। এর মাধ্যমে শুধুমাত্র একজন রাজনৈতিক নেতাকে নয়, বরং দেশের গণতন্ত্রকেই কলঙ্কিত করা হচ্ছে।

বক্তারা আরও বলেন, “তথ্য সন্ত্রাস ও চরিত্রহননের রাজনীতির” বিরুদ্ধে দেশের প্রতিটি সচেতন নাগরিককে সোচ্চার হতে হবে। তারা দাবি জানান, যারা এ ধরনের তথ্য সন্ত্রাসে জড়িত, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। একই সঙ্গে তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সমাবেশের সমাপ্তিতে বক্তারা জানান, ভবিষ্যতে এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে এবং দেশজুড়ে গণসচেতনতা সৃষ্টি করে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন।

রাজনীতি এর আরও খবর: