আওয়ামী লীগের দোসরদের হাতে এখনো যেন জিম্মি নারায়ণগঞ্জ।

 প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন   |   রাজনীতি



মাহাবুবুল ইসলাম আবির নারায়ণগঞ্জ প্রতিনিধি:

আওয়ামী লীগ সরকার ২০০৮ সালে ক্ষমতায় আসার পর নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানাধীন  মিজমিজি পূর্বপাড়া মুজিববাগ এলাকায় সাবেক এমপি শামীম ওসমানের ঘনিষ্ঠভাজন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ও তার সন্ত্রাসী বাহিনী মিলে মিজমিজি পূর্বপাড়া মুজিববাগ এলাকার মধ্য দিয়ে বয়ে যাওয়া একটি খালের অর্ধেক এর বেশি খাল দখল করে নেয় শামীম ওসমান ও মুজিবুর রহমান। ও পরবর্তীতে এর সাথে যুক্ত হয় তৎকালীন সময়ের সিদ্ধিরগঞ্জ  থানার ওসি। এর সাথে যুক্ত ছিল সিদ্ধিরগঞ্জে অবৈধ জায়গা দখল ওর নানা অপকর্ম এর টেকেল দিয়ে আসছিল শামীম ওসমান নিজে। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার ৩ বছর পর ২০১১  সালে রবিউল ইসলাম নামের স্থানীয় ব্যক্তির জায়গা দখল করে বলে জানায় তার পরিবার। এ জায়গা দখল নিয়ে রবিউল ইসলাম থানায় অভিযোগ জানাতে গেলে তৎকালীন সময় সিদ্ধিরগঞ্জ থানা ওসি মামলা নিতে অস্বীকৃতি জানায় ও রবিউল ইসলামকে আটকিয়ে রাখা হয় থানায়। পরবর্তীতে শামীম ওসমান ও মুজিবুর রহমান, রবিউল ইসলামের বাড়ি ভাঙচুর করে জায়গা দখল করে নেয়। ও দীর্ঘ ১৪ বছর যাবো তো মজিবুর রহমানের বাড়িসহ সরকারি খাল ও এলাকার বিভিন্ন জায়গা দখল করে আসছে মজিবুর রহমান ও তার ছেলেরা।

রাজনীতি এর আরও খবর: