রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে, অভিভাবকেদের নিয়ে শিক্ষকদের মতবিনিময় সভা।

 প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন   |   রাজনীতি



আবু নাইম, স্টাফ রিপোর্টার গোমাস্তাপুর। 


চাঁপাইনবাবগঞ্জের গোমাস্তাপুরে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার(১৫ এপ্রিল) সকালে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ হল রুমে অত্র কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক ( ইংরেজি বিভাগ) আফাজুর রহমান, সহকারী অধ্যাপক (রসায়ন বিভাগ) কাজী সোহেল আনোয়ার, সহকারী অধ্যাপক (পদার্থ)সাদেকুল ইসলাম, সহকারী অধ্যাপক (উদ্ভিদ বিজ্ঞান)মজিবুর রহমান, সহকারী অধ্যাপক এনামুল হক, অভিভাবক ছাত্র-ছাত্রী সহ প্রমুখ।

আলোচনায় শিক্ষার মান কিভাবে উন্নয়ন করা যায় সে বিষয়ে আলোচনা ও অভিভাবকদের কাছ থেকে মূল্যবান মতামত নেওয়া হয়।

রাজনীতি এর আরও খবর: