গুইমারা উপজেলা মৎস্যজীবী দলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন ।

 প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন   |   রাজনীতি




মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:


খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা মৎস্যজীবী দলের পূর্ণাংগ গঠিত কমিটি অনুমোদন দিয়েছে খাগড়াছড়ি জেলা মৎস্যজীবী দল। উক্ত কমিটিতে মো: নুর হোসেন'কে সভাপতি ও মো: মুবিনুল ইসলাম'কে সাধারণ সম্পাদক এবং মো: মোশাররফ হোসেন'কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। 


গুইমারা উপজেলায় ইতিপূর্বে মৎস্যজীবী দলের কোন কমিটি না থাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষে গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম সোহাগ ও সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলী এবং সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব আলী ডালিম এর নেতৃত্বে গুইমারা উপজেলা মৎস্য জীবী দলের কমিটি গঠন করার সিদ্ধান্ত নেন এবং দলের জন্য নিবেদিত প্রাণ ও খাগড়াছড়ি জেলার মাটি ও মানুষের প্রান প্রিয় নেতা জননেতা জনাব ওয়াদুদ ভূঁইয়ার মহোদয়ের একনিষ্ঠ কর্মীদের সমন্বয়ে গুইমারা উপজেলা মৎস্য জীবী দল গঠন করেন।  


গুইমারা উপজেলা মৎস্যজীবী দলের কমিটি অনুমোদন দেওয়ায় খাগড়াছড়ি জেলা বিএনপির সম্মানিত সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সহসম্পাদক জননেতা জনাব ওয়াদুদ ভূঁইয়া মহোদয়' এবং খাগড়াছড়ি জেলা মৎস্যজীবী দলের আহবায়ক ও সদস্য সচিব মহোদয়'কে আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা জানিয়েছেন নবগঠিত কমিটির পক্ষ থেকে।

রাজনীতি এর আরও খবর: