বীর মুক্তিযোদ্ধারা আগামীতে ঘুষ ও দূর্নীতি মুক্ত একটি সুন্দর বাংলাদেশে দেখতে পাবে- আনিসুর রহমান খোকন

 প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৯:১১ অপরাহ্ন   |   রাজনীতি


মোঃ জিয়াউদ্দিন লিয়াকত, নিজস্ব প্রতিবেদক 

দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধারা আগামীতে একটি সুন্দর বাংলাদেশে দেখতে পাবে, যে দেশে কোন ঘুষ, কোন দুর্নীতি থাকবে না। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অর্জিত নতুন স্বাধীনতার স্বাধ দেশের প্রতিটি মানুষ সমানভাবে ভোগ করবে এ জন্য কাজ করছি আমরা। শনিবার মাদারীপুরের কালকিনিতে কালকিনি উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।

এ সময় তিনি আরও বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার শত ব্যস্ততার মাঝেও তাদের প্রধান কাজ যেন হয় অতি দ্রুত বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিয়ে দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (১৯ এপ্রিল) কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের হলরুমে সম্মেলন অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস সিকদার, জেলা জাতীয়তাবাদী দলের আহ্বায়ক আইনজীবী জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন মুন্সী, সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবদুর রব মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো. মালেকুজ্জামান মালেক ও  বীর মুক্তিযোদ্ধা মো. সাইদ সরদার প্রমূখ। 

রাজনীতি এর আরও খবর: