ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ঐতিহাসিক বৈশাখী মেলা উদযাপন উপলক্ষে আলোচনা সভা।

 প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন   |   রাজনীতি



,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ঠাকুরগাঁয়ের প্রতিনিধিঃ হাসিনুজ্জামান মিন্টুঃ

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ঐতিহাসিক বৈশাখী মেলা বিগত বাংলা ১৪০০ সাল থেকে পালিত হয়ে আসছে,এবারো ভিন্ন ভাবে ১৪৩২ সালে আনুষ্ঠানিক ভাবে পালিত হবে

আহবায়ক ইউএনও মহাদয়,শাফিউল মাজলুবিন রহমানের আয়োজনে আজ রাত ৮ঃ৪৫ মিনিটে আয়োজন করা হয়।এতে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি সভাপতি শাহাজান আলী,উপজেলা বিএনপির সহ সভাপতি খলিলুর রহমান,উপজেলা যুবদলের মিঠু,রানীশংকৈল ডিগ্রি কলেজের প্রভাষক সুলতান,পৌর জামাতের মোকারম আলী, জেলা যুবদলের সদস্য আকতারুল ইসলাম আকতার, মমিন,সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী,সাবেক ভিপি কামাল, উপজেলা বিএনপির,মানিক মাস্টার, ছাএদলের রাব্বী,সাব্বির,পৌর ছাএদলের মিঠু সকল নেতা কর্মী, পৌর যুবদলের ওমর ফারুক, মুক্তারুল ইসলাম মুক্তার, আব্দুল রহমান,মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের,জাহাগীর, মনোয়ার,পলাশ চৌধুরী, মৎস্যজিবি দলে, মিলন,বকুল, আরো অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মেলা উদযাপনে সরবিক দিক তুলে ধরেন বক্তারা বলেন রানীশংকৈল পীরগজ্ হরিপুরে সাধারণ মানুষ মেলায় উপস্থিত হয়,এতে কোন অপ্রীতির ঘটনা ঘটে না। এলাকার মানুষ খুবই ভদ্র নম্র, তাই ৩২ বছর ধরে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই মেলা শুরু হতে পারে ২১শে বৈশাখ মে মাসের ৪/৫/২৫ ইং।

রাজনীতি এর আরও খবর: