গুইমারায় মে দিবস উপলক্ষে শ্রমিক দলের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ০১ মে ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন   |   রাজনীতি


মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা  প্রতিনিধি:

১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গুইমারা উপজেলা শ্রমিকদলের আয়োজনে বর্ণাঢ্য  র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ০৮ ঘটিকার সময় গুইমারা উপজেলা বিএনপির দলীয় অফিস হতে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে উক্ত র‌্যালি শুরু হয়ে গুইমারা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় অফিসের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে গুইমারা উপজেলা শ্রমিক দলের সভাপতি জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় গুইমারা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব আলী ডালিম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম সোহাগ। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- প্রতিটি শ্রমজীবী মানুষের অধিকার অক্ষুণ্ণ থাকুক, দূর হোক সকল বৈষম্য। আজ পহেলা মে দিবস, মজলুম শ্রমিকদের মুক্তির দিন আজ। বহু ত্যাগ তিতিক্ষার বিনিময়ে শ্রমিকরা তাদের ন্যার্য অধিকার আদায়ে সংগ্রাম করে যাচ্ছে। শ্রমিকদের ন্যার্য অধিকার আদায়ে গুইমারা উপজেলা বিএনপি সবসময় শ্রমিকদের পাশে থাকবে এবং সবাই শ্রমিকদের ঘাম শুকানোর আগেই পাওনা পরিশোধ করার অনুরোধ করেন।

রাজনীতি এর আরও খবর: