ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

 প্রকাশ: ০১ মে ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন   |   রাজনীতি


ঠাকুরগাঁওয়ের  প্রতিনিধিঃ হাসিনুজ্জামান মিন্টু 

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় ডিগ্রি কলেজ চত্বর থকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। উপাজেলার মোট ২২টি বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিকদের যৌথ অংশগ্রহণে র‌্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিগ্রি কলেজে মাঠে গিয়ে শেষ হয়। পরে ওই মাঠেই ইউএনও শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় শ্রমিকদের বিভিন্ন দাবি আদায়ের উপর বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী, জামায়াতে ইসলামীর নায়েবী আমীর মিজানুর রহমান মাস্টার, সেক্রেটারী মাওলানা রজব আলী, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক ও উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মহসিন আলী, নির্মাণ শ্রমিকের যুগ্মসাধারণ সম্পাদক মুক্তারুল ইসলাম মুক্তার, বাংলাদেশ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন,  প্রেসক্লাবের    সাবেক সভাপতি মোবারক আলীসহ উপজেলার ২২টি শ্রমিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক শ্রমিকের  ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বক্তব্য দেন।

পরে শ্রমিকদের মাঝে দুপুরের খাবার হিসাবে খিচুড়ি বিতরণ করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রমিক নেতা হযরত আলী।

রাজনীতি এর আরও খবর: