খাগড়াছড়ি সদর উপজেলা মৎস্যজীবী দলের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার সদর উপজেলা মৎস্যজীবী দলের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ৩টায় মোঃ শহিদ আলম এর সভাপতিত্বে খাগড়াছড়ি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে উক্ত কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মফিজুর রহমান, সভাপতি, খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে মোঃ আবুল হাশেম ভূইয়া, সাধারণ সম্পাদক, খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপি, মোঃ রিয়াজ হোসেন, সদস্য সচিব, খাগড়াছড়ি জেলা মৎস্যজীবী দল, মোঃ আবুল কাশেম (রাসেল), সাংগঠনিক সম্পাদক, খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপি, মোঃ সেলিম খান, সাংগঠনিক সম্পাদক, খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপি, মোঃ নুরুল আলম কালু, যুগ্ম আহ্বায়ক, খাগড়াছড়ি জেলা মৎস্যজীবী দল এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইউসুফ আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, খাগড়াছড়ি জেলা মৎস্যজীবী দল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গুইমারা উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ মুবিনুল ইসলাম। এছাড়াও খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপি ও উপজেলা/জেলা মৎস্যজীবী দল এর সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত কাউন্সিলে সদস্যদের ভোটের মাধ্যমে সভাপতি মোঃ শহিদ আলম, সাধারণ সম্পাদক আনুময় ত্রিপুরা এবং সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
নবগঠিত খাগড়াছড়ি সদর উপজেলা মৎস্যজীবী দলের কমিটিকে খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান অতিথি।