গণতন্ত্রের মাতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেশে আগমনের ও বরনের উদ্দেশ্যে শোভাযাত্রা

★ রবিউল আলম দৌলতপুর (মানিকগঞ্জ) থেকে :
গণতন্ত্রের মাতা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া- যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে ঢাকায় আগমন উপলক্ষে, এবং দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার আগমনে ডা: জুবাইদা রহমান(মিসেস তারেক) হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানস্থ বাসভবনের পদ যাত্রা, সংবর্ধনা ও বরণ করার নিমিত্তে অংশ নেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও দৌলতপুর উপজেলা কৃষক দলের প্রতিনিধিত্ব করেন কৃষক দলের সভাপতি আবু সাঈদ মুসা এবং সহ-সভাপতি ও দৌলতপুর বাজার ব্যবসায়ী সমিতির প্রধান সমন্বয়ক মো: আরফান আলী, ব্যবসায়ী সমিতির সমন্বয় জহির মাহমুদ এবং কৃষকদলের কাদের সিদ্দিকী সহ বিভিন্ন নেতাকর্মীবৃন্দ। স্বাগতম গণতন্ত্রের মা—মায়ের মাটিতে আপনার প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত আজ পুরো জাতি, আনন্দদিত আহলিত সারা বাঙালি, তোমার শূন্যতায় এই বাঙালি তোমাকে আবার পেয়ে ধন্য ধন্য। ধন্য দৌলতপুর বিএনপি'র অঙ্গ সংগঠন, ধন্য খেটে -খাওয়া মা মাটির মানুষ । তোমাকে হাজারো সালাম দৌলতপুর বাসীর পক্ষ থেকে মাতা খালেদা জিয়াকে। এমনই স্লোগানে মুখরিত হয় সারা বাংলাদেশ।