গোপালগঞ্জের মুকসুদপুর এ ধান কেটে দিলো ছাত্রলীগ।

 প্রকাশ: ০৪ মে ২০২০, ১১:৫৪ অপরাহ্ন   |   রাজনীতি


মুকসুদপুর কলেজ ছাত্রলীগ আবার ও কৃষকের পাশে দাড়ালো। আজ এক গরিব কৃষকের ধান কেটে দিলো। কথা হয় ছাত্রলীগ নেতা শেখ সোহাগের সাথে তিনি আমাদের জানান মুকসুদপুর ছাত্রলীগের সকল ইউনিট মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এর আাগে তারা অসহয় কৃষকের ধান কেটে দিছে। পাটের জমিতে পাট নিড়ানি করে দিছে শেখ হাচিনার সোনার বাংলা গড়তে তারা সর্বদা কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন 

ধান কাটার ধারাবাহিক প্রোগ্রাম চলছে তো চলবে।

কে কি বল্লো সোনার টাইম নাই। মানবিকতার দিক থেকে আমার সকল কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।। আমরা মানবিক নেতা, প্রিয় নেতা ফারুক_খান (এম,পি) ভাইয়ের কর্মিবাহিনী।।

এটা শেখ হাসিনার ছাত্রলীগ, এটা ফারুক খানের ছাত্রলীগ, এটা প্রান প্রিয়  কানতারা খানের ছাত্রলীগ কানতারা খান এর ছাত্রলীগ।এটা সাব্বির খান এর ছাত্রলীগ।

মাননীয় সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান (এম. পি) নির্দেশে মুকসুদপুর উপজেলার অন্তর্গত গোবিন্দপুর ইউনিয়নের লস্কারদীঘিরপাড় সম্মানিত কৃষক নয়ন শেখ ভাইয়ের জমির ধান কেটে দিয়েছি আমরা। পরর্বতীতে আবার ও অসোহায় পাশে দাড়াবো এবং তাদের সাহায্য করবো

রাজনীতি এর আরও খবর: