একটি শোক সংবাদ - ভাটরা বেজড়া জসিমুননেছা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ইন্তেকাল করেছেন।

গোপাল গঞ্জ জেলার মুকসুদপুররে বহুগ্রাম ইউনিয়নে গাড়লগাতী গ্রামের শ্রদ্ধেয় জনাব মোঃ তৌহিদুর রহমান
ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যু কালে বয়স হয়ে ছিল প্রায় ৭০ বছর। সোমবার রাত ১১+ এর সময় শেষ নিশ্বাস তেগ করেন। তিনি গাড়লগাতী গ্রামের এক জন সৎ নিষ্ঠা ও আদর্শবান ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে গাড়ল গাতী গ্রামে শোকের ছায়া নেমেছে ।তিনি বেজড়া-ভাটরা জসিমুননেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন । তিনি রেখে গেছেন ভাই বোন অগুনিত ছাত্র ছাত্রী শিক্ষক ছেলে মেয়ে আত্মীয় স্বজন । তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আত্মার শান্তির জন্য দোয়া করবেন।