গোপালগঞ্জ জেলা মুকসুদপুরে আরো এক জনের প্রান কেড়ে নিলো করোনা।

 প্রকাশ: ২১ মে ২০২০, ০৫:০৩ অপরাহ্ন   |   রাজনীতি



নিজস্ব প্রতিনিধিঃ

আজ ২১ মে মুকসুদপুর থানা বেজড়া গ্রাম এর ডাবলু খান ১০ দিন ধরে জর এবং ঠান্ডা অনুভব করতেছিলো এর পরে তাকে অ্যাপোলো হসপিটালে টেস্ট করানো হয়। টেস্টে করোনা পজেটিভ আসলে তাকে কুর্মিটোলা জেনারেল হসপিটালে ভর্তি করা হয়। ওখানে আইসিউ না থাকায় উত্তরা একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে ভোর ৪ টার সময় উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডাবলু খান এর ১ ছেলে ৩ মেয়ে রেখে দুনিয়া ছেড়ে চলে যান। ডাবলু খানের  স্ত্রী ওনার সাথে থাকায় তাকে ও টেস্ট করারানোর জন্য হসপিটালে নিয়ে যাওয়া হয়। ওনার পরিবার এর সদস্যরা সকলের কাছে দোয়া চেয়েছেন আল্লাহ যানো ওনাকে জান্নাতে ফেরদাউস দান করেন আমিন।

রাজনীতি এর আরও খবর: