মুকসুদপুর থানা কাউনিয়া গ্রামে আবার ও ভাঙচুর।

গত মঙ্গলবার ২৬-০৫-২০২০ মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের, সাধারন সম্পাদক মোঃ রবিউল আলম সিকদারের নেত্বতৃে কয়েক জন হেবী ওয়েট নেতৃবৃন্দ উপজেলার নেতা গন গত মঙ্গলবার সকাল ১০ ঘঠিকায়,, বহুগ্রাম ইউনিয়ান আওয়ামীলীগ অফিসে তারাইল ও কাউনিয়া দুই গুরুপের নেতাদের সাথে কথা বলে নির্দেশ দিয়ে বলে যান আজ থেকে কোন গেনজাম গোলমাল করবেন না আমরা সময় করে আপনাদের সকল সমস্যা সমাধান করে দিবো,, তখন তারা রবিউল সিকদার এর কথা দুই পক্ষই মেনে নিয়ে ছিল, কিন্তু ঔ দিনই বিকাল ৬ ঘটিকার সময় কাউনিয়া নিবাসী মুক্তিযোদ্ধা রেজাউল করিম ও তার ভাতিজার বাড়ি ভাংচুর করে,, উপজেলা নেতাদের নির্দেশ উপেক্ষা করে,,
কাউনিয়ার মুক্তিযোদ্ধা রেজাউল করিম ও তার ভাতিজার বাড়ি ভাংচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা।