মুকসুদপুর থানায় নতুন ওসি হিসাবে যোগদান করলেন শাকের মোহাম্মাদ জোবায়ের।

 প্রকাশ: ০২ জুলাই ২০২০, ০১:১৭ অপরাহ্ন   |   রাজনীতি


শহিদুল ইসলাম শহিদ,

গোপালগঞ্জ জেলার সবচেয়ে ক্রাইমজোন হিসেবে পরিচিত উপজেলা মুকসুদপুরে নতুন ওসি যোগদান করেছেন।

অপরদিকে.মুকসুদপুর থানার ওসি মীর্জা আবুল কালাম আজাদকে মানিকগঞ্জ জেলায় বদলী করা হয়েছে।মুকসুদপুর থানায় যোগদানকারী নতুন ওসি শাকের মোহাম্মাদ জোবায়ের এরআগে ঢাকা জেলার কেরানিগঞ্জ থানার ওসি হিসেবে পেশাগত দায়িত্ব পালন করেছেন। ব্রাম্মনবাড়ী জেলার কসবা উপজেলার লেসিয়ারা গ্রামে বাড়ী মুকসুদপুর থানার নয়া ওসি ২০০৩ সালে সরাসরি এসআই পদে যোগদান করেন ঢাকা ডিমপিতে কর্মজীবন শুরু করেন। এরপর এক বছর ট্রেনিং শেষে ২০০৪ সালে তিনি ঢাকার রমনা থানায় যোগদানের মাধ্যমে পেশাগত দায়িত্ব পালনের কাজ শুরু করেন।২০১৩ সালে ঢাকার ওয়ারী থানায় কর্মরত থাকাকালীন এসআই থেকে তিনি ইনেসপেক্টর হিসেবে পদন্নতি পান।সবশেষ ঢাকা জেলার কেরানিগঞ্জ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন শেষে ৩০ জুন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় যোগদান করেন। অন্যদিকে. ফরিদপুর জেলার ভাংগা উপজেলায় বাড়ী মুকসুদপুর থানার ওসি মীর্জা আবুল কালাম আজাদকে মানিকগঞ্জ জেলায় বদলী করা হয়েছে।আজ বৃহস্পতিবার রাত ১টার দিকে এ তথ্য নিশ্চিত করে নয়া ওসি শাকের মোহাম্মাদ জোবায়ের পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগীতা কামনা করেছেন।আতিতে মির্জা আবুল কালাম আজাদের সময়ে উপজেলায় আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছিল, প্রতিটি পাড়ায়,মহল্লায় জুয়ার আসর বসতো, মুকসুদপুর উপজেলার সদর পৌরসভার টেংরা খোলা বাজারের থানার সন্নিকটে কয়েকটি দোকানে দূর্দর্স চুরির ঘটনা ঘটছে,এমনি উপজেলায় প্রায় গ্রামে মারামারি হানাহানির ঘটনা ঘটছে এবং  কয়েক জন খুন ও হয়েছে। বর্তমান নয়া ওসি সাহেবের কাছে আমাদের বিশেষ ভাবে অনুরোধ থাকবে আপনি আপনার কর্মদক্ষতার অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূন্যজন্ম ভূমি থেকে অতিতের সকল অপেক্ষা করে মুকসুদপুর উপজেলা কে একটি সন্রাস,মাদকামুক্ত,জুয়ামুক্ত ও মারামারি হানাহানি থেকে আপনার পূর্ব অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে একটি সুন্দর সমাজ ব্যবস্হা উপহার দিবেন সে প্রত্যাশা করে মুকসুদপুর বাসি।আপনাকে সাপ্তাহিক মধুমতি কন্ঠ ও আলোচিত বার্তা পত্রিকার  পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ  ও শুভকামনা জানাই।

রাজনীতি এর আরও খবর: