নতুন ডিবি ওসি রনজিৎ কুুমার বড়ুযার সাথে সোনালী চাঁদপুর নিউজ ডট কমের সৌজন্য সাক্ষাৎ

 প্রকাশ: ০৯ জুলাই ২০২০, ১১:৩৭ অপরাহ্ন   |   রাজনীতি


চাঁদপুর প্রতিনিধি


চাঁদপুর জেলার ডিবির নবাগত অফিসার ইনচার্জ রনজিৎ কুমার বরুয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সোনালী চাঁদপুর নিউজ ডট কম পত্রিকার পরিবার বর্গ।


বৃহস্পতিবার দুপুর ২ টার সময় চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের ওসি ডিবির অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন, সোনালী চাঁদপুর নিউজ ডট কম পত্রিকার প্রতিষ্টাতা প্রকাশক ও সম্পাদক এস আর শাহ আলম, ও পত্রিকার উপদেষ্টা মোঃ আবুল হোসেন মজুমদার,


সে সময় ওসি বলেন সাংবাদিকদের সঠিক তর্থ উদঘাটন ও সত্য প্রকাশে আমরা সাধারণ মানুষ কে ন্যয় বিচার পাইয়ে দিতে পারি তাছারা আমরা সব সময় সাংবাদিকদের বন্ধু ভাবি, আর জনতা যদি আমাদের পাশে দাড়ায় তথন সকল অপরাধীরা নিজেদের কে ভালো পথে আনতে পারে, এক কথায় জনগন সকল ক্ষমতার অধিকারি, আমাদের যদি তারা সহযোগিতা করে তাহলে আমরা অপরাধ মুক্ত সমাজ সহ পুরো জেলাকে গড়ে তুলতে পারবো। এবং আমি আশা করি চাঁদপুর জেলা বাসি আমাদের সহযোগিতা করবে, আর সকলের সহযোগিতা পেলে আমরা মাদক মুক্ত জেলা গড়ে তুলতে পারবো, চাঁদপুর জেলার মাননীয় পুলিশ সুপার যেমনি সততা ও নিষ্টার সাথে দাযিত্ব পালন করার দায়িত্ব আমাকে দিয়েছেন আমি তাহা সঠিক ভাবে পালন করবো, তার সাথে সৃষ্টি কর্ত্যার কাছে প্রার্থনা করি তিনি যেনো মাননীয় পুলিশ সুপার মহোদয়কে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন। তার সাথে আপনাদের অন লাইন পএিকাটির সাফল্য কামনা করছি,


আসলে রনজিৎ কুমার বরুয়া আসেলে মানব প্রেমি, তিনি হাঁসি মুখে কথা বলেন এবং খুবই মিশোক প্রকৃতির মানুষ, খুব কাছ থেকে তিনি সকলের সাথে কথা বলেন মন উজার করে, যাহা আজ সৌজন্য সাক্ষাৎ কালে বোঝজা গেলো, আমরা আশা রাখি তিনি প্রতিটি মানুষের কাছে জনবান্ধব সত নিষ্টাবান ওসি হিসেবে চাঁদপুর জেলা বাসির কাছে পরিচিত হয়ে সকলের মন জয় করে অপরাধ মুক্ত জেলা গড়ে তুলবেন,


সে সময় আরো উপস্থিত ছিলেন পত্রিকার উপদেষ্টা খায়রুল ইসলাম বিল্লাল ও ব্যবস্হাপনা পরিচালক মোঃ জসিম উদ্দিন মিলন।

রাজনীতি এর আরও খবর: