মানব সেবার উজ্জ্বল নক্ষত্র ইউপি সদস্য, মোঃ আবুল কালাম আজাদ (কালাম মেম্বার)

সাখাওয়াত হোসেন (ফেনী)
মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম,ফেনী-২ আসনের সংসদ সদস্য,ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী,জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি খায়রুল বশর মজুমদার তপন, পরশুরাম উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার, উপজেলা বিপ্লবী সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের আস্থাভাজন সকলের স্নেহের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবুল কালাম আজাদ (কালাম মেম্বার)
করোনার এই মহামারিতে মানুষ যখন নিজেকে বাঁচানোর জন্য ঘরে বন্দি ঠিক তখনি মাঠেঘাটে জনমানুষের জন্য ছুটে চলা এক বীর সেনা ইউপি সদস্য মোঃ আবুল কালাম আজাদ।
রতনপুর,দুর্গাপুর,রামপুর,মধ্যম ধনীকুন্ডা ও গুচ্ছ গ্রামের মানুষের সুখেদুঃখে সবসময় ছিলেন। করোনা কালীন সময়ে কালাম মেম্বার নিজে আরো বেশী নিবেদন করেছেন মানুষের জন্য।
সু্ষ্ঠ বন্টণ সুশৃঙ্খল ভাবে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন।অনেকে লজ্জায় বলতে পারে নাই,তাদের কে নিজ দায়িত্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পৌঁছে দিয়েছেন।
করোনা থাকা কালীন এসেছে ভারতের পাহাড়ি ঢল।আর একবার নয়,দুইবার এসেছে। নাজেহাল অবস্থা সবার,হাত বাড়িয়ে দিয়েছেন আবুল কালাম আজাদ।সরকারি অনুদান পৌঁছে দিচ্ছেন মানুষের দ্বারে দ্বারে।
করোনা কালীন সময়ও উন্নয়ন থেমে থাকেনি কালাম মেম্বারের।
মধ্যম ধনীকুন্ডায় এক সাবেক ছাত্রনেতার বাড়ীর রাস্তাটি দীর্ঘদিন অবহেলিত ছিল।
অনেক দিন পর রাস্তাটি সম্প্রসারণ করে ইটের সলিং করে দিলেন কালাম মেম্বার।দুর্গাপুর ও রামপুরে মুহুরি নদীর বেড়িবাঁধে কিছু কিছু জায়গায় ভাংগা ও নিচু হওয়ার কারণে
বন্যা ও বর্ষা মৌসুম আসার আগেই গত কয়েকদিনে ঝুঁকিপূর্ণ জায়গাগুলো মেরামত করেন।এই ছাড়াও অনেক কাজ করেন ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিনের আন্তরিকতার প্রয়াসে।আবুল কালাম ব্যক্তিগত প্রয়াসে ১১টি মসজিদে করোনা কালীন সবান,স্যাভলোন সহ ভাইরাস ধ্বংস করার মেডিসিন বিতরণ করেন।
আবুল কালাম আজাদ দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের দুইবারের সভাপতি।
দুর্গাপুর কমিউনিটি ক্লিনিক এর দুইবারের সভাপতি। চারগ্রাম সমবায় সমিতি লিঃ এর দুইবারের পরিচালক।
০৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং ০৫ নং ওয়ার্ডের দুই বারের নির্বাচিত মেম্বার।
জনপ্রিয় এই ইউপি মেম্বার আবুল কালাম আজাদ জনমানুষের মনে জায়গা করে নিয়েছেন।
আবুল কালাম আজাদ বলেন"মানুষের জন্য কাজ করতে ইউপি সদস্য হয়েছি,তাই কাজ করে যাবো যতদিন বাঁচি ইনশাল্লাহ।