জনসেবা ও ভালবাসা দিয়ে সর্বশ্রেণীর মানুষের হৃদয়ে মানবিক নেতা হয়ে রয়েছে ডালিম হোসেন।

 প্রকাশ: ০১ অক্টোবর ২০২০, ০৯:২৮ অপরাহ্ন   |   রাজনীতি


মোঃ আলামিন হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

 চন্দনপুর ইউনিয়ন এর সাবেক ছাত্রলীগ সভাপতি সাবেক যুবলীগ সভাপতি ডালিম হোসেন  করোনাকালিন সময়ে ও নিজস্ব অর্থায়নে  ইউনিয়নবাসির জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলো  তা সত্যিই প্রসংসার দাবি রেখে একজন নিঃস্বার্থ মানবতার ফেরিওয়ালা হয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন। প্রশংসিত হয়েছে মানবিক কর্মকান্ডের জন্য ইউনিয়নবাসির হৃদয়ে।


 ডালিম হোসেন ছোটবেলা থেকে পরিবার এর অনুপ্রেরনায় বাংলাদেশ ছাত্রলীগের ইউনিয়ন ও থানা পর্যায়ে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন  ইউনিয়ন যুবলীগের বারবার সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে এসেছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে ইউনিয়নবাসির সার্বিক উন্নয়নে  ভুমিকা পালন করেছেন। 


তার ব্যাক্তিগত অর্থায়নে চন্দনপুর ফুটবল মাঠে এবং সুলতান পুরে মাঠে কৃষকদের খাবার পানির জন্য  টিউবওয়েল পুতে দেন এবং চন্দনপুর ইউনিয়নে বিভিন্ন রাস্তার যেমন নকাটি,বাছার পাড়ায় ভাংগা রাস্তা,খালপারের রাস্তা,চন্দনপুরের খালপাড়ের রাস্তা ভাঙ্গা স্থানে  উন্নয়নমুলক কাজের কার্যক্রম করেন এছাড়া চন্দনপুর ফুটবল মাঠটি ও তার উদ্যোগ সংস্কার হয়। 


তিনি বলেন আমাদের দলীয় হাইকমান্ড যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে আগামি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করছি। আমি ছোটবেলা থেকে আ'লীগের রাজনীতিতে জড়িত, দলীয় সিদ্ধান্ত মোতাবেক কাজ করে যাচ্ছি আগামিতেও করে যাবো ইনশাআল্লাহ্।


 ইউনিয়নে বিভিন্ন পর্যায়ে সাধারণ জনগন জানান, একজন মানবিক, একজন সফল রাজনীতিবিদ, একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি, ডালিম হোসেন ইউনিয়নবাসিকে রক্ষা করতে এককভাবে যে লড়াই, প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাতে তিনি জনপ্রিয় সাধারণ মানুষের নেতা হিসেবে ইউনিয়নবাসির হৃদয়ে ইতেমধ্যে জায়গা করে নিয়েছেন,ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের মানুষ আগামী নির্বাচনে   তাকে যোগ্যপ্রার্থী হিসাবে মনে করেন এবং তার হাতেই চন্দনপুর ইউনিয়ন নিরাপদ ও শান্তি প্রতিষ্ঠিত হবে পাশাপাশি চন্দনপুর ইউনিয়ন ফিরে পাবে তার অতীত ঐতিহ্য।

রাজনীতি এর আরও খবর: