কালকিনিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

 প্রকাশ: ০৫ মার্চ ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন   |   খেলাধুলা


শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক 

মাদক ও সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষা করার লক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার আর্জেন্টিনা বনাম ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৫ মার্চ) বিকালে উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় যুব সমাজের আয়োজনে খেলার উদ্বোধন করেন সৌদি আরবের বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক ফাইজুল ইসলাম বাবু। এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ সহ অন্যান্যরা। 

এর আগে দুপুরে সৌদি আরব থেকে ঢাকায় আসার পর সেখান থেকে হেলিকপ্টারে নিজবাড়ির সামনে স্কুল মাঠে এসে নামেন ফাইজুল ইসলাম বাবু। তার এই এমন আগমন দেখতে ভিড় জমান উৎসুক জনতা।

ফাইজুল ইসলাম বাবু বলেন, এই প্রীতি ফুটবল ম্যাচে জয়-পরাজয় বড় বিষয় নয়। ম্যাচটির মধ্যে দিয়ে সবার মনে ভাতৃত্ব ও সৌহার্দের মেলবন্ধনকে আরো শক্ত করবে এবং মাদক ও সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষা করবে। একই সঙ্গে এ ম্যাচটি তাদের মধ্যে এক অন্যরকম আনন্দের শিহরণ জাগানিয়া হয়ে থাকবে। তাই ভবিষ্যতেও এ ধরণের বিনোদনমূলক কার্যক্রম অব্যাহত রাখতে হবে। খেলায় ৩-৩ গোলে ড্রো হয়।


খেলাধুলা এর আরও খবর: