কালকিনিতে স্কুলের বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

 প্রকাশ: ৩১ জানুয়ারী ২০২৬, ০৬:২১ অপরাহ্ন   |   খেলাধুলা


মো. জিয়াউদ্দিন লিয়াকত, নিজস্ব প্রতিবেদক 

"জয় কিংবা পরাজয় খেলাই শেষ কথা নয়, খেলোয়ারের মানসিকতাই আসল" স্লোগানে মাদারীপুরের কালকিনিতে  জুরগাঁও উচ্চ বিদ্যালয়ের আয়োজনে উপজেলার ৪৭নং জুরগাঁও হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১৭৯ নং দক্ষিণ জুরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথভাবে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (৩১জানুয়ারী) সকালে জুরগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু ব্রজেশ্বর মন্ডলের সভাপতিত্বে দুই দিনব্যাপী এই অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভারন৩ নং ওয়ার্ডের সাবেক কমিশনার আনোয়ার হোসেন বেপারী, কালকিনি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ গায়েন সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের প্রথম দিন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় দিনে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী কার্যক্রমে অনুষ্ঠিত হবে।

দু'দিন ব্যাপি এই অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেন বেসরকারি সেচ্ছাসেবী সংগঠন "শিকারমঙ্গল মানবকল্যান সংগঠন" এর প্রতিষ্ঠা সিঙ্গাপুর প্রবাস ফিরোজ মাহমুদ বুলু বেপারী।

খেলাধুলা এর আরও খবর: