কালকিনিতে পথচারীদের মধ্যে ঠান্ডা শরবত বিতরণ

 প্রকাশ: ০২ মে ২০২৪, ০৬:২৫ অপরাহ্ন   |   সফলতার গল্প


শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক 

চলমান তীব্র তাপপ্রবাহে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে সুপেয় ঠান্ডা  শরবত বিতরণ করেছে সাহদাত সরদার নামে এক তরুন ব্যবসায়ী।

মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের হাচেনা আকনের হাটে এই শরবত বিতরণ করা হচ্ছে।

 বৃহস্পতিবার (২ মে) বিকেলে এ শরবত বিতরন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় উক্ত কর্মসূচীতে সেচ্ছাসেবী হিসেবে অংশ গ্রহণ করেন একই এলাকার মো: আরাফাত সিকদার, মোঃ নাঈম সিরাজু ইসলাম, রিয়াজ মাহমুদ আশিক মোল্লা, সাদিক  সারদার, বাহরুল শরিফসহ স্থানীয় যুবসমাজ।

পথচারী মজিবুর রহমান বলেন, এই গরমে অনেক ক্লান্ত লাগে, শরবত খেয়ে অনেক শান্তি পেলাম। 

উক্ত কর্মসূচীর উদ্যোক্তা সাহাদাত সরদার বলেন, আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, ছোটবেলা থেকেই অসহায় মানুষের জন্য কিছু করার স্বপ্ন আমার। এই গরমের মানুষের কষ্ট দেখে তাদের পাশে দাঁড়ানোর ইচ্ছে হয়। তারই ধারাবাহিকতায় সাহেবরামপুরের বিভিন্ন স্থানে পথচারীদের মধ্যে শরবত বিতরন করে আসছি। সবার কাছে দোয়া চাই যেন ভবিষ্যতে ও এরকম কর্মসূচী চালিয়ে যেতে পারি।

সফলতার গল্প এর আরও খবর: