সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি অজ্ঞাতনামা লাশ।

এম আব্দুল করিম সিলেট জেলা প্রতিনিধিঃ
গত ২৪/০৭/২০১৯ ইং তারিখ সন্ধ্যা ০৭.০০ ঘটিকার সময় অজ্ঞাতনামা একজন পুরুষ (বয়স অনুমান ৫০ বছর) সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। অতঃপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭/০৭/২০২০ ইং তিনি মৃত্যু বরণ করেন। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে কোতোয়ালী মডেল থানার এসআই(নিঃ) মোঃ আব্দুল্লাহ আল নোমান এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করেন।
বর্তমানে মৃতদেহটি এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এখন পর্যন্ত এ অজ্ঞাতনামা মৃতদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি ।উক্ত মৃত ব্যক্তি যদি কারো পরিচিত হয়ে থাকে বা তার পরিচয় জেনে থাকেন তাহলে কোতোয়ালী মডেল থানার এসআই(নিঃ) মোঃ আব্দুল্লাহ আল নোমান (মোবাইল:০১৭১৯৩৫১৬০০) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল এবং নিউজটি সবাই শেয়ার করুন।