গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় উদ্বোধন হলো সবচেয়ে বড় মুজিব কর্ণার

 প্রকাশ: ১৭ মার্চ ২০২০, ০২:১৩ পূর্বাহ্ন   |   টুঙ্গিপাড়া


আলোচিত বার্তা প্রতিনিধিঃ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ‌গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উদ্বোধন হলো গোপালগঞ্জের সবচেয়ে বড় মুজিব কর্ণার। আজ সোমবার রাত সাড়ে ৮ টায় টুঙ্গিপাড়ায় পাটগাতীর চৌরঙ্গীতে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন সেখের উদ্যোগে নির্মিত মুজিব কর্ণারটি বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় উদ্বোধন করেন।
এ সময় বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: বাবুল সেক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: ইমদাদুল হক বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা শেখ জাহাঙ্গীর হোসেন, সাবেক সহ সভাপতি শেখ শুকুর আহম্মেদ, সাবেক ছাত্রলীগের সভাপতি শেখ হেদায়েত উল্লাহ, সাধারন সম্পাদক গাজী আশিকুর রহমান বশার  সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা শেখ জাহাঙ্গীর হোসেন বলেন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন সেখ নিজ উদ্যোগে নির্মিত এই মুজিব  কর্নারটি এখন অব্দি গোপালগঞ্জের সব থেকে বড় মুজিব কর্ণার ।
জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: ইমদাদুল হক বিশ্বাস বলেন, এটি একটি ভাল উদ্যোগ, আমি এ উদ্যোগ কে স্বাগত জানাই। আমার এ মুজিব কর্নারটি ভাল লেগেছে। আপনারা সময় করে দেখে যেতে পারেন, আশা করি ভাল লাগবে।
এই মুজিব কর্ণারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৫২’র ভাষা আন্দোলন, ৬ দফা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭০ এর নির্বাচন, ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধসহ প্রায় ১২০০ ছবি স্থাপন করা হয়েছে।
মোঃ বাবুল হোসেন সেখ বলেন, যারা বঙ্গবন্ধুকে দেখেনি তাদেরকে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে জানাতে আমার এ নির্মাণ। এর ফলে পরবর্তী প্রজন্ম বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারবে।

টুঙ্গিপাড়া এর আরও খবর: