গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহত : আটক ৪
আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে অনাকাক্ষিত এক ঘটনায় আহত হয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: বাবুল শেখ ।। তছনছ হয়ে গেয়ে তার নির্মিত মুজিব কর্নার টি ।উদ্ভুত পরিস্থিতি এড়াতে ৪ জনকে পুলিশ হেফাজতে নিয়েছে ।।সাধারণ সম্পাদক বাবুল শেখকে টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে । অভিযুক্তরা বলেন , বাবুল ভাই ঠ্যাকাতে গিয়ে আহত হয়েছেন, তিনি আমাদের শ্রদ্ধেয় নেতা।
এ ঘটনায় পারস্পরিক বিরোধী বক্তব্য পাওয়া গেছে ।।
দু:খজনক হলো এ সময় জাতির জনক বঙ্গবন্ধুর ছবি ছেড়ার মতো গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রধান অভিযুক্ত তা অস্বীকার করে বলেন, আমি মুক্তিযোদ্ধার সন্তান। আমার পুরো পরিবার দু:সময়ে আওয়ামী লীগের রাজনীতি করেছেন। আমি এ কাজ করতে পারিনা ।
উপস্থিত একজন বলেন, এ ঘটনায় সাধারণ সম্পাদক বাবুল ভাই অনেক ধৈয্য দেখিয়েছন, তা না হলে আজ রক্তের ধারা বয়ে যেত।
এদিকে আহত সাধারণ সম্পাদক বাবুল শেখ সুস্থ আছেন বলে তিনি আমাদের কে জানিয়েছেন। তিনি সবার কাছে দোয়া ও ধৈয্য ধরার আহবান জানিয়েছেন।
টুঙ্গিপাড়া থানা অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম বলেন, এ সংক্রান্ত একটি মামলা প্রক্রিয়াধীন।