টুঙ্গীপাড়া উপজেলায় জীবানু নাষক স্প্রে করা সুরু করেছে টুঙ্গীপাড়া সদর পাটগাতী যুব সমাজ

 প্রকাশ: ২৮ মার্চ ২০২০, ০৩:১৯ পূর্বাহ্ন   |   টুঙ্গিপাড়া


টুংগীপাড়া থেকে আল-আমিন সজল,

গত ২৬/০৩/২০২০ টুঙ্গীপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের ৪ ওয়ার্ড থেকে এ কার্যক্রম শুরু করেন এতে নেতৃত্ব দেন টুঙ্গীপাড়া উপজেলা যুবনেতা পাটগাতী যুব সমাজের নেতা জনাব আল আমিন সজল অন্যান্যদের মধ্যে ছিলেন মোঃ রিফাত, ছাত্রলীগ কর্মী সোহান বাবু মোঃ নাসিম মোঃ হিমেল খলিফা সজল সরকার সত্যজিৎ কুমার সাহা দেবাশিষ সরকার প্রমুখ তারা ৪ নং ওয়ার্ডের প্রত্যেক বাড়ীতে দোকানে রাস্তাঘাট উঠান সহ আনাচে কানাচে জীবানু নাষক স্প্রে করেন ও এলাকার প্রত্যেক নাগরিককে করনা সচেতন করেন তারা বলেন পর্যায়ক্রমে আমার সব জায়গায় স্প্রে করবো এবং সাধ্যমত এলাকার করনা মুক্ত করতে সরকারকে সহযোগিতা করবো তারা এলাকার বৃত্যবানদের অসহায়দের সহযোগিতা করার আহবান করেন,এবং  সবাইকে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার আহবান করেন ও নফল রোজা রাখার আহবান করেন, মোঃআল আমিন সজল বলেন এলাকার সুধী সমাজকে এই মহা বিপদের সময় বেশি উদ্দ্যোগি হতে হবে তিনি বলেন আমরা যখন স্প্রে করতে বাড়ীতে বাড়ীতে গিয়েছি জানতে পেরেছি এলাকার প্রতিনিধি দের তেমন কোন ভ্রুক্ষেপ করছেন না হত দরীদ্রদের প্রতি এলাকায় ব্যাবসা বানিজ্য বন্ধ করে দেওয়ায় তারা করনা ভাইরাসে যেমন আতংকে আছে তার থেকে অভাবে মরতে হবে কিনা সেটা নিয়ে ভিষন আতংকে আছেন এলাকার হত দরীদ্র পরিবারগুলো, তিনি তাদের আশার বানী শুনান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপা আপনাদের পাসে থাকবেন  এবং তিনি ইতিমধ্যে সহযোগিতার ক...

টুঙ্গিপাড়া এর আরও খবর: