কদমবাড়ী বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার প্রধান।

 প্রকাশ: ২৪ মার্চ ২০২০, ০৫:৫০ অপরাহ্ন   |   থানার কথা


স্টাফ রিপোর্টার 

আউয়াল ফকির 

নোবেল করোনাভাইরাস আতঙ্কে কদমবাড়ী ইউনিয়ন।

রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের কদমবাড়ী বাজার আজকের পর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করল স্থানীয় সরকার প্রধান। 

কদমবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান বিধান বিশ্বাসের আদেশক্রমে আজ থেকে মাইকিং শুরু করে কদমবাড়ী বাজারে।

 বলা হয় আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কদমবাড়ী বাজার বন্ধ থাকিবে ও কারো বাড়ি  যদি কোনো আত্মীয়-স্বজন আসে, তাকে সাথে সাথে ঘর থেকে বের করে দেওয়ার নির্দেশ দিল বিধান বিশ্বাস। আর জনগণকে পরামর্শ দেয় কেউ যেন ঘর থেকে কোন দরকারী কাজ ব্যতীত বের না হয়।

কেউ যদি কোন আত্মীয় স্বজন ঘরে আশ্রয় দেয় তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আদেশ দিলেন বিশ্বাস।

থানার কথা এর আরও খবর: