রাজধানীর দক্ষিণখান থানার পুলিশের গাড়ীতে হামলা ও ভাংচুর করেছে দূর্বৃত্তরা। ১৩ মে বুধবার সকালে আব্দুল্লাহপুর কোটবাড়ী এলাকায় এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, বুধবার সকালে দক্ষিণখান থানাধীন এলাকা আব্দুল্লাহ্পুর কোটবাড়ী রেলগেইট পুলিশ দায়িত্ব পালনকালে অটোরিক্সা গুলো মেইন রোডে যেতে বাঁধা দেওয়ায় কয়েকজন লোকসহ রাশি আক্তার রাশি নামে এক মহিলা এসে পুলিশের সাথে উচ্চ কন্ঠে কথা বলে এবং পুলিশকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও রাশি আক্তার রাশি ও তার লোকজন পুলিশের উপর চড়াও হয়। পরবর্তীতে পুলিশ ও দুর্বৃত্তদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। হামলাকারীরা দায়িত্বরত পুলিশের এস.আই রাম উত্তম , এস.আই আসাদ সহ পুলিশের দায়িত্বরত সরকারী গাড়ী ভাংচুর এবং কর্মকর্তাদের গায়ে হাত তুলে। দক্ষিণখান থানার পুলিশের কয়েকটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় রাশি আক্তার সহ ১৪ জনকে গ্রেফতার করেছে দক্ষিণখান থানা পুলিশ এবং দূর্বৃত্তদের ধরতে পুলিশের অভিযান চলমান আছে।
জানা যায়, রাশি আক্তার রাশি উত্তরা পূর্ব থানা ও দক্ষিণখানের অটোরিক্সার টোকেন ব্যানিজ্যর সাথে জড়িত। হাজারো অটো রিক্সার পিছনে কুটুম বাড়ী নামের টোকেন গুলো তার নিয়ন্ত্রণে। এ ব্যাপারে দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ সিকদার মোঃ শামীম বলেন,‘‘রাশি আক্তার রাশি ঘটনাস্থল থেকে পালিয়ে যান পরবর্তী আমরা তাকে ধরতে সক্ষম হই। এ ঘটনায় রাশি আক্তার রাশি সহ ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এবিষয়ে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং রাশি আক্তার রাশির বিরুদ্ধে চাদাবাজির ও অভিযোগ আছে বলেও তিনি জানান।