দেশে আর কখনও স্বৈরাচারের ঠাঁই হবে না

 প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৮:০০ অপরাহ্ন   |   সারাদেশ



 

নুরুল ইসলাম সবুজ সাতকানিয়া 


চট্রগ্ৰাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, ‘দেশে আর কখনও স্বৈরাচারের ঠাঁই হবে না, এটাই হোক নতুন স্বাধীনতার চেতনা। যারা হাজার হাজার মানুষ হত্যা করেছে, তাদের নিয়ন্ত্রণে বড় বড় বাহিনী থাকা সত্ত্বেও ছাত্র—জনতার শক্তির কাছে হার মেনে, তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। যারা এ দেশে মানবতাবিরোধী অপরাধ করেছে, গণহত্যা চালিয়েছে, তাদের বিচার বাংলার মাটিতে হবে।’

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ার ঢেমশা ইউনিয়ন জামায়াত আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আনোয়ারুল আলম চৌধুরী বলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছিল দেশ স্বাধীন হওয়ার ৫৩ বছর পার হলেও স্বাধীনতার সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। যে কারণে ২০২৪ সালে এসে দেশকে আবারও স্বাধীন করতে হয়েছে। ১৯৭১ সালে লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু সেই স্বাধীন রাষ্ট্রে গণতান্ত্রিক ব্যবস্থা থাকলেও ইতঃপূর্বে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কেউ নির্বাচিত হতে পারত না। স্বাধীনতার ৫৩ বছর পরও দেশ থেকে বৈষম্য দূর করা সম্ভব হয়নি।

ঢেমশা ইউনিয়ন জামায়াতের সহ—সেক্রেটারি এইচ এম জাবেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাঈন। কর্ম, পরিষদ সদস্য রফিকুল ইসলাম ঢেমশা ইউনিয়ন জামায়াতের আমির মো. নেজাম উদ্দিন, সেক্রেটারি ওসমান গণি অধ্যক্ষ আব্দুর রশিদ কাদেরী শ্রমিক কল্যান ফেডারেশন ঢেমশা ইউনিয়ন সভাপতি আলহাজ্ব নুরুল আলম সহ ওয়ার্ড নেতৃবৃন্দ।

সারাদেশ এর আরও খবর: