হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের উলামা সম্মেলন অনুষ্ঠিত।

আগামী ৩-মে শনিবার, সকাল ৯টায়, রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্র ঘোষিত মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আজ (২৮ এপ্রিল, সোমবার, বা'দ জোহর) সাভার মডেল মসজিদে হেফাজতে ইসলাম ঢাকা জেলা উত্তরের উদ্যোগে এক উলামা সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ঢাকা জেলা উত্তরের সভাপতি মাওলানা আলী আকবার কাসেমীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতি জাবের কাসেমী ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি কিফায়াতুল্লাহ আজহারী। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন, ঢাকা জেলা উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা আলী আযম।
এ সময় মুফতি মাহফুজ হায়দার কাসেমী, মুফতি নাজমুল হাসান বিন নূরী ও মুফতি সুলতান মাহমুদের সঞ্চালনায় আরে বক্তব্য রাখেন—ঢাকা জেলা উত্তর শাখার উপদেষ্টা মাওলানা আব্দুল্লাহ, মাওলানা সাঈদ আহমাদ লাকসামী, সহ-সভাপতি মাওলানা আনোয়ার হুসাইন কাসেমী, মুফতি মাহফুজুর রহমান, মাওলানা নুর মুহাম্মদ, মাওলানা আশরাফ আলী, মাওলানা ফারুক হুসাইন, মাওলানা শাহেদ জহিরী, মাওলানা রফিকুল ইসলাম সরদার, সাংগঠনিক সম্পাদক মুফতি আমিনুল ইসলাম কাসেমী, অর্থ সম্পাদক মাওলানা আলী আশরাফ তৈয়ব, সহ-সম্পাদক মাওলানা কাওসার হুসাইন, মাওলানা সালাহুদ্দীন, মাওলানা মাহমুদুল হাসান আওলাদ, মুফতি নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মুফতি মাহবুবুর রহমান গুলজার,সহ-প্রচার সম্পাদক মুফতি আব্দুল্লাহ ফিরোজী, মাওলানা আবুল হুসাইন, মাওলানা মুহিউদ্দিন ও মাওলানা ফেরদাউস প্রমুখ।
মুফতি জাবের কাসেমী তার বক্তব্যে বলেন, “এদেশে কুরআন ও সুন্নাহবিরোধী কোনো নারীনীতি প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না। অতীতেও যখনই ইসলামের পরিপন্থী কোনো নীতি চালু করার চেষ্টা করা হয়েছে, ঈমানদীপ্ত জনতা রাস্তায় নেমে প্রতিরোধ গড়ে তুলেছে। এবারও যদি নারীনীতি বাতিল না করা হয়, তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।”
মুফতি কিফায়াতুল্লাহ আজহারী বলেন, “প্রতিটি সরকার ক্ষমতায় যাওয়ার আগে ধর্মের প্রতি আনুগত্য প্রদর্শন করলেও পরে কুরআন-সুন্নাহ বিরোধী নীতিতে লিপ্ত হয়। নারীনীতি বাতিল না হলে, ২০১৩ সালের মতো আবারও রাজপথে গণবিস্ফোরণ ঘটবে। ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো নীতিমালা এদেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না।”
সভাপতির বক্তব্যে মাওলানা আলী আকবর কাসেমী বলেন, “আগামী ৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে নবীপ্রেমিক জনতার গণজাগরণ ঘটবে, ইনশা-আল্লাহ। ঢাকা জেলা উত্তর শাখার পক্ষ থেকে দলীয় নেতাকর্মী ও ইসলামপ্রিয় লাখো জনতা নিয়ে মহাসমাবেশে অংশগ্রহণ করা হবে। মহাসমাবেশ সফল করতে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।”
বার্তা প্রেরক
মুফতী সুলতান মাহমুদ
প্রচার সম্পাদক,
হেফাজতে ইসলাম বাংলাদেশ - ঢাকা জেলা উত্তর।