চট্টগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানা এলাকায় বিশেষ অভিযানে ২টি চোরাই সিএনজি ও বিভিন্ন জাল ডকুমেন্টস সহ চোর চক্রের ২ সদস্য গ্রেফতার করেছে সিএমপি'র ডিবি পুলিশ (উত্তর-দক্ষিণ)।

 প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৫:০০ অপরাহ্ন   |   সারাদেশ




মোঃ মোশারেফ নিজস্ব প্রতিনিধিঃ

মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) টিম-২  এসআই ফজলে রাব্বী কায়সার, এসআই নূরে আলম সিদ্দিক সঙ্গীয় অফিসার ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গত ইং ২৬/০৭/২০২৫ খ্রিঃ তারিখ আসামী ০১। আব্দুল কাদের (৪৫), পিতা-জয়নাল আবেদীন, সাং-কচুয়াখালী,থানা-

লালমোহন,জেলা-ভোলা,বর্তমানে-সাবানঘাটা, চান্দগাঁও, চট্টগ্রাম, ০২। মো: বাবু (২৮), পিতা-মোজাফফর মিয়া, সাং-গোলাম আলী নাজির বাড়ি, চুনারটাল, পাঠানিয়াগোদা, চান্দগাঁও, চট্টগ্রাম দ্বয়কে গ্রেফতার করেন। তাদের হেফাজত হতে ০২( দুই)টি চোরাইকৃত সিএনজিসহ জালিয়াতির মাধ্যমে সৃজিত বিআরটিএ রেজিস্ট্রেশন সনদ, ফিটনেস ও ট্যাক্স টোকেন, জাল নাম্বার প্লেট উদ্ধার করেন। আসামীদ্বয়ের বিরুদ্ধে চান্দগাঁও থানার মামলা নং- ২৯, তাং-২৬/৭/২৫ খ্রি. ধারা- ৪৬৮/৪৭১/৪৭৩/৪১৩/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী আব্দুল কাদের(৪৫) বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া যায়।

সারাদেশ এর আরও খবর: