চট্টগ্রাম পোস্তারপাড় এলাকা থেকে ডাকাত দলের ০২(দুই) সদস্য ও বিভিন্ন আলামত উদ্ধারসহ আটক করেছে ডবলমুরিং মডেল থানা পুলিশ।

মোঃ মোশারেফ নিজস্ব প্রতিনিধিঃ
ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মো: বাবুল আজাদ এর নেতৃত্বে এসআই সোহেল রানা সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ইং ২৭/০৭/২০২৫ তারিখ ০২:৩০ ঘটিকার সময় ডবলমুরিং মডেল থানাধীন পোস্তারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত দলের সক্রিয় সদস্য ০১। সুভাষ শীল আরুশ (৩৪), পিতা- অলক শীল, মাতা- অনিমা রানী শীল, সাং- দক্ষিণ কাট্টলী, লংকাপাড়া, গোপাল শীল, মনধোলা মেম্বারের বাড়ী, থানা-পাহাড়তলী, জেলা- চট্টগ্রাম, ০২। মোঃ সাদ্দাম হোসেন প্রঃ জিকু চৌধুরী (২৯), পিতা- ছিদ্দিক আহম্মদ চৌধুরী, মাতা- গুলজার বেগম, সাং- জেলেপাড়া, চাঁন মিয়া রোড, ছিদ্দিক কমিশনারের বাড়ী, থানা-পাহাড়তলী, জেলা- চট্টগ্রাম দ্বয়কে গ্রেফতার করেন। তাদের হেফাজত হতে ক) ০১টি পিস্তল সাদৃশ্য বস্তু, খ) ০১টি কফি কালারের কাঁধ ব্যাগ, গ) ০১টি প্লাষ্টিকের হাতল যুক্ত ধারালো করাত, ঘ) ০১টি কাঠের হাতল যুক্ত হ্যান্ড ড্রিল মেশিন, ঙ) ০১টি কালো রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো এসএস স্টীলের পাইপ, চ) ০১টি ধারালো কাঁচি, এবং পলাতক অজ্ঞাতনামা আসামীদের ফেলে যাওয়া ছ) ০১টি লোহার শিকল, জ) ০৪টি লোহার রড উদ্ধার করেন। আসামী দ্বয়কে ডবলমুরিং মডেল থানার মামলা নং-৩৫, তারিখ- ২৭/০৭/২০২৫ ইং, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড মূলে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।