মানিকগঞ্জের দৌলতপুরে-বাজার ব্যবসায়ীদের উদ্যোগে, বাষির্ক ওয়াজ মাহফিল ও কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত
আজ ১১ ই ডিসেম্বর,বৃহস্পতিবার, মানিকগঞ্জ দৌলতপুর উপজেলায় দৌলতপুর সদরে বাজার বাস স্ট্যান্ড দৌলতপুর বাজার ব্যবসায়ীদের উদ্যোগে, বাষির্ক ওয়াজ মাহফিল ও কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ওয়াজ মাহফিল ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- দৌলতপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী ষ্টোরের প্রোপাইটার হাজী মোঃ আহসানউল্লাহ।
অনুষ্ঠানের প্রথম পর্বে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা পরিচালনা করেন, দৌলতপুর থানা মসজিদের ইমাম ও খতিব মুফতি মোহাম্মদুল্লাহ। প্রতিযোগিতায় মোট ৯ জন বালক ও ৯ জন বালিকা অংশগ্রহণ করে। বালকদের মধ্যে প্রথম হয়েছে শাহরিয়ার নাফিস, এবং বালিকায় প্রথম হয়েছে মানসুরা আক্তার ।
উত্তীর্ণ প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন- কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার স্পন্সার মোঃ জহির মাহমুদ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ওয়াজ মাহফিলের প্রধান বক্তা হিসাবে ওয়াজ করেন- মুফাসসিরে কোরআন মুফতি শামসুল আবরার তামিমী দা.বা. মুহাদ্দিস জামিয়া আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসা ও খতিব, খিলখেত কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা।
ওয়াজে সৎ ব্যবসায়ীদের গুণাবলী ও পরকালে পুরস্কার এবং অসৎ ব্যবসায়ীর পরিনাম সম্পর্কে বয়ান করেন।
মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলেন- বাজার ব্যবসায়ী সমিতির সমন্বয়কবৃন্দ ও সমস্ত ব্যবসায়ীবৃন্দ। মাহফিলে হাজার হাজার ধর্মপ্রান মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
